ভুজপুরে ৫৬৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৯ মার্চ ২০২৩

চট্টগ্রামের ভুজপুর থানাধীন দাঁতমারা এলাকা থেকে ৫৬৯ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

এর আগে শনিবার সকাল ৬টার দিকে দাঁতমারা এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি ভুজপুর থানাধীন হোসেন খিল গ্রামের হাবিব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভুজপুর থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানিয়েছেন, গ্রেফতার আলমগীরকে থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, আলমগীর পেশায় কাভার্ডভ্যান চালক। ড্রাইভিং পেশার আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে অনেকদিন ধরে কাভার্ডভ্যানে অন্যান্য মালামালের সঙ্গে কৌশলে মাদক পরিবহন করতো। সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা এনে রাখতো বাড়ির পাশের পরিত্যক্ত জায়গায়। পরে সুযোগ বুঝে সেগুলো চট্টগ্রাম, কুমিল্লা এবং কখনো কখনো ঢাকায় উচ্চমূল্যে পাইকারি ও খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতো।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।