২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ধোনি
প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য অর্জনের পর এবার নতুন এ মাইলফলক স্পর্শ করলেন ভারতের সিমিত ওভারের এ অধিনায়ক।
ঢাকায় চলমান এশিয়া কাপ টি-টোয়েন্ট টুর্নামেন্টে মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মিলিন্দা সিরিবর্দেনের বলে ছক্কা হাকান ধোনি। আর এর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে ২০০ ছক্কা হাকানোর মাইলফলকও স্পর্শ করেন তিনি। নিজের ৩১৫তম ইনিংসে এ রেকর্ড গড়েন তিনি। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১৭১ ছক্কা হাকানোর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
এমআর/আরআইপি