অভিনেতা ফরিদ আলীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পাশে দাঁড়াতে তার পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার, ৩ মার্চ পুরে কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতার স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ঔষধপত্র ও খাবার দাবার ক্রয় করার জন্য তার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টাকা দিয়েছেন। 
প্রসঙ্গত, দীর্ঘদিন ফরিদ আলী হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার পরিবার চিকিৎসার ব্যায়ভার বহন করতে অসামর্থ্য- পত্রিকার মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তার চিকিৎসার ব্যায়ভার বহন করেন এবং চিকিৎসার জন্য হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করান।
বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।
এসএ/এলএ