অভিনেতা ফরিদ আলীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১০:০১ এএম, ০৩ মার্চ ২০১৬

চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পাশে দাঁড়াতে তার পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার, ৩ মার্চ পুরে কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতার স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।

ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ঔষধপত্র ও খাবার দাবার ক্রয় করার জন্য তার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টাকা দিয়েছেন।

Farid Ali
প্রসঙ্গত, দীর্ঘদিন ফরিদ আলী হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার পরিবার চিকিৎসার ব্যায়ভার বহন করতে অসামর্থ্য- পত্রিকার মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তার চিকিৎসার ব্যায়ভার বহন করেন এবং চিকিৎসার জন্য হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করান।

বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।

এসএ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।