ষষ্ঠ প্রজন্মের জঙ্গিবিমান তৈরি করছে মস্কো


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৩ মার্চ ২০১৬

রাশিয়ায় ষষ্ঠ প্রজন্মের জঙ্গিবিমান তৈরির কাজ এগিয়ে চলছে। দুই ধরনের এ জঙ্গিবিমানের একটি পাইলটবিহীন অবস্থায় চলবে। বুধবার দেশটির বিমানবাহিনীর একজন কর্মকর্তা এ তথ্য জানান।

তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। এর আগে রাশিয়া পঞ্চম প্রজন্মের সুখোই টি-৫০ জঙ্গিবিমান তৈরির ঘোষণা দেয়। তবে এ কাজ এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। এর মাঝেই মস্কো ষষ্ঠ প্রজন্মের জঙ্গিবিমান তৈরির তথ্য প্রকাশ করলো।

বিমানবাহিনীর প্রধান কর্নেল জেনারেল ভিক্টর বোন্দারেভ বলেছেন, ষষ্ঠ-প্রজন্মের এবং সম্ভবত সপ্তম-প্রজন্মের জঙ্গিবিমান নির্মাণের কাজ এগিয়ে চলছে। তবে এ বিষয়ে আমি বিস্তারিত জানাতে পারব না। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার পর এই জঙ্গি বিমান তৈরি করা হবে কিনা সে বিষয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

এদিকে এমন এক সময় ষষ্ঠ প্রজন্মের জঙ্গিবিমানের পরিকল্পনার কথা জানানো হলো যখন পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান সম্পর্কে এখনো অনেকেরই পরিষ্কার ধারণা নেই। বিশ্ব পরাশক্তিদের সঙ্গে লড়াইয়ে শক্তিশালী অবস্থার জানান দিতেই মস্কো এটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।

বোন্দারেভ বলেন, মানবদেহের নানা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু প্রযুক্তি ও যন্ত্রের তা নেই। এজন্য যেকোনো প্রজন্মের আকাশ যুদ্ধে পাইলটবিহীন জঙ্গিবিমান কার্যকরভাবে শত্রুকে পরাজিত করতে পারবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।