হজ ফ্লাইটে লাইসেন্সবিহীন প্রকৌশলী পাঠানোর খবর সঠিক নয়: বিমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৩ মার্চ ২০২৩

আসন্ন হজ ফ্লাইটে মেইন্টেনেন্স সার্টিফিকেশনের জন্য জেদ্দা ও মদিনাতে পাঠানোর উদ্দেশ্যে মনোনীত প্রকৌশল কর্মকর্তাদের সম্পর্কে বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিমান নিজস্ব উড়োজাহাজ বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দ্বারা হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। হজের সময় বিদেশি এয়ারলাইন্স দ্বারা মেইন্টেনেন্স সার্টিফিকেশন করা ব্যয়বহল হওয়ায় বিমান নিজস্ব প্রকৌশল কর্মকর্তাদের দ্বারা এ সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে।

এরই মধ্যে বিমানের প্রচলিত বিধি অনুযায়ী এবং ক্যাব প্রদত্ত সংশ্লিষ্ট উড়োজাহাজের লাইসেন্সপ্রাপ্ত প্রকৌশল কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে, যা অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। তালিকাভুক্ত প্রকৌশল কর্মকর্তাদের সংশ্লিষ্ট উড়োজাহাজে পিএফআইসহ প্রয়োজনীয় অন্যান্য লাইসেন্স, অ্যাপ্রুভাল, দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

কাজেই প্রচারিত সংবাদে ক্যাব লাইসেন্সবিহীন প্রকৌশল কর্মকর্তাদের হজ পোস্টিংয়ের জন্য মনোনীত করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি সঠিক নয়।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।