তাসকিনের বড় পাওয়া


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৩ মার্চ ২০১৬

টানা তিনটি ম্যাচ জয় করে এশিয়া কাপে দ্বিতীয়বারের মত ফাইনাল খেলছে বাংলাদেশ। আর প্রথমবারের মত এশিয়া কাপ ফাইনালে খেলার সুযোগ পাচ্ছেন দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। সুতরাং এটাকে জীবনের বড় পাওয়া হিসাবে মনে করছেন এ গতি তারকা। তাসকিনের এবার লক্ষ্য, ফাইনালের ভালো করে নিজেকেই ছাপিয়ে যাওয়া।

বৃহস্পতিবার নিজের বাসায় সাংবাদিকদের তাসকিন বলেন, ‘নিঃসন্দেহে এটা আমার জীবনের বড় পাওয়া। কারণ জীবনের প্রথম এশিয়া কাপে আমি ফাইনাল খেলতে পারছি। আমরা খুব অসাধারণ দুটি ম্যাচ জিতেছি শ্রীলংকা এবং পাকিস্তানের বিপক্ষে। দলের সবারই অবদান ছিল তাতে। আমারও ভালো লাগছে অবদান রাখতে পেরেছি বলে। দলকে সাহায্য করতে পারছি। যদি ফাইনালটা আরও ভালো কিছু হয় তাহলে সেটা আমাকে এবং দেশবাসীকে আরও বেশি আনন্দিত করবে।’

উল্লেখ্য, এর আগে ওয়ানডে বিশ্বকাপেও প্রথমবার খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন তাসকিন। সেবার ভারতের বিপক্ষে কিছু বিতর্কিত সিদ্ধান্তে হারতে হয়েছিল বাংলাদেশকে। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে প্রতিপক্ষ সেই ভারত।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।