সবুজবাগ থেকে নারীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি
রাজধানীর সবুজবাগে মোছা. খাদিজা বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মার্চ) দুপুর ৩টার দিকে উত্তর মানিকদিয়া বালুরমাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. আজমিন নাহার কিরন বলেন, আমরা খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পারি যে, ওই নারী এলাকাতেই ভাসমান হিসেবে অবস্থান করতেন। তিনি ছিলেন পাগল প্রকৃতির। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার জারুয়া আসামপুর গ্রামে।
কাজী আল আমিন/জেডএইচ