সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা : আটক ১২


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৪ মার্চ ২০১৬

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করার  অভিযোগে একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে র‌্যাব-১ ব্যাটালিয়ন।

এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইফোন, ল্যাপটপ ও ডলারসহ টাকা জব্দ করা হয়। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উর্ইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
তিনি জানান, বিকেল ৪টায় উত্তরাস্থ র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।