বাংলাদেশের বিষয়ে বিজেপির গোপন বৈঠক


প্রকাশিত: ১০:৫২ এএম, ০৪ মার্চ ২০১৬

বাংলাদেশকে নিয়ে গোপন বৈঠক করেছেন বিজেপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। বাংলাদেশের কয়েকজন নীতি-নির্ধারক ব্যক্তিত্ব সঙ্গে গত সপ্তাহে কলকাতার একটি  রিসোর্টে এই বৈঠক করেন বিজেপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব রাম লাল। 

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহে ওই বৈঠকের আয়োজন করা হয় বলে  কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

‘দ্য টেলিগ্রাফ’ এর প্রতিবেদনে বলা হয়, দু’দেশের কেউই ওই বৈঠক সম্পর্কে সরাসরি মুখ খুলতে রাজি হননি। তবে দিল্লির একটি সূত্র জানায়, আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক দত্তত্রিয়া হোসাবেল ওই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ওই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগের এক নেতা জানান, ‘এ বৈঠকে আমরা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিপূর্ণ চিত্র তুলে ধরেছি। এছাড়া বিজেপি ও আমাদের দলের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলীয় প্রধানের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই আমি ভারতে এ বৈঠকে যোগ দিতে এসেছি।

প্রায় দুই কোটি হিন্দু বাংলাদেশে বসবাস করছে। সাম্প্রতিক সময়ে হিন্দুসহ বেশ কয়েকজন সংখ্যালঘু ব্যক্তির ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। ফলে বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত অবস্থা কী  তা জানতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।