ফাইনালে লড়াইয়ের আশা ধোনির
রোববার এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ-ভারত। গ্রুপ পর্বে ভারতের কাছে বেশ বড় ব্যবধানেই হেরেছিল বাংলাদেশ। তারপরও বাংলাদেশের বিপক্ষে ফাইনালে ভালো লড়াইয়ের আশা করছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে যে কোন দলকেই বিপজ্জনক বললেন ভারতের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধোনি বলেন, ‘আমি আগেই বলেছি, যে কোন হোম টিম তাদের নিজেদের কন্ডিশন সম্পর্কে খুব ভালো জানে। তাই তাদের হারানো খুবই কঠিন। আর বাংলাদেশ এমন একটি দল, গত কয়েক বছরে তারা অনেক উন্নতি করেছে। তারা নিজেদের কন্ডিশন সম্পর্কে ভালো জানে। সুতরাং খুবই কঠিন একটা ফাইনাল হবে। যদিও সেটা নির্ভর করে কোন দল ভালো খেলে, তার ওপর। এই সংস্করণে দুই দলের পার্থক্য খুবই কম থাকে। একটা ওভারেই, একজন ব্যাটসম্যান বা একজন বোলার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই সব মিলিয়ে আমার মনে হয় এটা খুব ভালো লড়াই হবে।’
এবারের এশিয়াকাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে তারা। অপরদিকে বাংলাদেশ জয় পায় তিন ম্যাচে। একমাত্র ভারতের বিপক্ষেই হেরেছিল তারা।
আরটি/আইএইচএস/এমএস