ভুয়া ডেন্টাল সার্জনের ৬ মাসের জেল, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০১ এপ্রিল ২০২৩
গ্রেফতার ভুয়া চিকিৎসক মনিরুল ইসলাম/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে সেতু ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ক্লিনিকের মালিক মো. মনিরুল ইসলাম ভুয়া ডেন্টাল সার্জন পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন- এমন প্রমাণ পাওয়ায় তাকে জেল-জরিমানা করা হয়।

শনিবার (১ এপ্রিল) দুপুরে হালিশহর জি ব্লক এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. নুরুল হায়দার উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, সেতু ডেন্টাল ক্লিনিকের মালিক মনিরুল ইসলাম প্রেসক্রিপশন প্যাডে তার নামের আগে ‘ডাক্তার’ লেখেন। পদবী হিসেবে তিনি ডেন্টাল সার্জন উল্লেখ করেন। কিন্তু তিনি বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন দেখাতে পারেননি।

তিনি বলেন, অভিযানের সময় সিভিল সার্জনের প্রতিনিধি তাকে ভুয়া ডাক্তার হিসেবে শনাক্ত করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।