কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৫ মার্চ ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মো. ছানাউর রহমানের উপর হামলাকারী এবং ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলকে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর শহরের শিববাড়ি রোডে মান্নান প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে কাউন্সিলর ছানাউর রহমান।

লিখিত বক্তব্যে ছানাউর রহমান অভিযোগ করে বলেন, মামুন মন্ডল তার নির্বাচনী এলাকার বাইরে ৩৬ নং ওয়ার্ডে গিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও নির্যাতনের প্রতিবাদ করায় মামুন মন্ডল তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। মামুন মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পার্শ্ববর্তী ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন মন্ডল তার দলবল নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। স্থানীয় কামারজুরি এলাকায় মা ও শিশু হাসপাতালের সামনে ছানাউর রহমানের গাড়ির গতিরোধ করে তাকে এবং তার নাতিকে বেধড়ক মারধর করে আহত করে।

এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত গাড়ি, দোকানপাট, অফিস, আসবাবপত্র, দুটি বাড়ি এবং একটি কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের ছোড়া গুলি ও ককটেলের বিষ্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে মামুন মন্ডল ও তার সহযোগীরা পুলিশের গাড়ি ভাঙচুর ও তিন পুলিশকে আহত করে। এ সব ঘটনায় পুলিশসহ এলাকাবাসী বাদী হয়ে মামুন মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করে।

তিনি অভিযোগ করে আর বলেন, মামলা দায়েরের পর মামুন মন্ডল ও তার সহযোগীরা পলাতক থেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মামলার বাদীদের খুন জখমের হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনিসহ এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামুন মন্ডল ও তার বাহিনী যে কোন সময় এলাকায় আবার হামলা চালতে পারে এমন আশঙ্কা করছেন তারা। সংবাদ সম্মেলনে তিনি মামুন মন্ডল ও তার বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, আবুল হোসেন, আবুল হাসেম মিয়া, ফিরোজ আহমেদ প্রমুখ।

আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।