অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন মাশরাফি


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৫ মার্চ ২০১৬
ফাইল ছবি

বেশ কিছু দিন থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছে, বিশ্বকাপের পর অবসরে যাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ নিয়ে পত্র-পত্রিকা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে চলছে জোর গুঞ্জন; কিন্তু শনিবার অবসরের কথা সম্পূর্ণ উড়িয়ে দেন মাশরাফি। জানান এখনও এসব নিয়ে ভাবেননি তিনি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফিকে এক সাংবাদিক প্রশ্ন করেন, এবারের এশিয়া কাপই কী আপনার শেষ, তাই এ নিয়ে কি প্রত্যাশা? এর জবাবে মাশরাফি বলেন, ‘আপনাকে কে বলেছে এটা আমার শেষ? আপনি কোথা থেকে শুনলেন আমি জানি না; কিন্তু আমিতো কখনো বলিনি!’

২০১৪ সালে বাংলাদেশ জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের পর, বছরের শেষ দিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মাশরাফিকে। আর অধিনায়কত্ব ফিরে পাওয়ার পরই তার নেতৃত্বে দারুণ খেলে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পাশাপাশি পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দৈত্য বধসহ ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে টাইগাররা।

তাই স্বাভাবিকভাবেই দেশবাসীর প্রত্যাশা, আরও অনেক দিন খেলুক মাশরাফি। দেশবাসির চাওয়াকে সম্মান জানাতেই হয়তো, তিনি ইঙ্গিত দিলেন, আরও খেলা চালিয়ে যাওয়ার। শরীর যতদিন ফিট থাকবে ততদিন খেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।