ভারতই ফেভারিট: মাশরাফি


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৫ মার্চ ২০১৬

এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই প্রতিবেশী দেশের এ লড়াই নিয়ে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কে জিতবে? এমন প্রশ্নই চলে আসছে বার বার; কিন্তু মাঠে নামার আগে ভারতকে এ ম্যাচের পরিস্কার ফেভারিট বললেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘ভারত-বাংলাদেশ ফাইনালে ভারত পরিস্কার ফেভারিট। এটা সবাই জানে। তাই এখানে আলাদা করে চিন্তা করার কোন সুযোগ নাই।’

‘আমরা যেটা করতে পারি দল হিসাবে ভালো খেলতে। আমাদের দলে ওই রকম খেলোয়াড় নাই যে একাই ম্যাচ জিতিয়ে দিবে। টি-টোয়েন্টিতে ওইভাবে এখনও গড়ে উঠতে পারিনি যে একজন খেলোয়াড় ম্যাচ জিতিয়ে দিবে। আমরা যে দুইটা ম্যাচ জিতেছি তা দল হিসাবে ভালো খেলেই জিতেছি। এই মুহূর্তে আমাদের টিম ইউনিট খুব ভালো, সেটাই ধরে রাখতে চাই। আর আমাদের ভালো সুযোগ রয়েছে, দর্শক বলেন, মাঠ বলেন আর ড্রেসিং রুম বলেন- সবই আমাদের পক্ষে আছে। তবে ক্রিকেটে আমি মনে করি না এটাই শেষ কথা। কারণ সব কিছু পক্ষে থাকলেই যে আপনার দিন হবে সেরকম কিছু না। আমি আগের দুই ম্যাচের মতই ভাবছি যে- আমরা শুরুটা ভালো করে শেষটাও ভালো করা।’

ভারত কেন ফেভারিট তা বুঝিয়ে দিলেন মাশরাফি। ভারতের টপ অর্ডারের প্রথম ছয় ব্যাটসম্যানকেই ভয়ংকর মানছেন তিনি। তাই তাদের আটকানো খুব কঠিন হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে কোনো প্রশ্নই নেই। ওদের টপঅর্ডারের ৬ ব্যাটসম্যানই বিশ্বমানের, বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। টেস্টেও অনেকেই আছেন। কোনো সন্দেহ নেই যে সুনির্দিষ্ট কোনো জায়গায় আটকানোর সুযোগ নেই। আমাদের প্রথম ওভার থেকে ২০ ওভার পর্যন্ত ভালো বোলিং করতে হবে। ওরা অবশ্যই চার্জ করবে, আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মিনিমাইজ করা যায়।’

সাম্প্রতিক সময়ে ভালো খেলায় নিজেদের নিয়েও আশাবাদী অধিনায়ক। নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু হতে পারে বলেন তিনি। এছাড়াও এ সব ম্যাচ খেলে তরুণরা নিজেদের আরও উদ্দীপ্ত করতে পারবেন বলে জানান তিনি।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।