‘আগুনে পুড়ে আমার সব শেষ’
‘আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। কিছুই বাকি রইলো না। এখন আরেক দোকান থেকে মালামাল নামানোর চেষ্টা করছি, যতটুকু বাচানো যায় আরকি। আমগোতো সবই শেষ।’
কথাগুলো বলছিলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইসলামিয়া কমপ্লেক্সের দোকানি সামসুল ইসলাম।
তিনি বলেন, নতুন করে আবার আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় পুরো দোকানই পুড়ে গেছে। তবে অনেকে আগুনে পুড়তে থাকা দোকান থেকেও মালামাল সরানোর অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন পুড়ে ছাই
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ইসলামিয়া শপিং কমপ্লেক্সের চারতলা ও পাঁচতলা থেকে বান্ডিলে বান্ডিলে মালামাল নিচে ফেলতে দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে মালামাল রক্ষার অপ্রাণ চেষ্টা করছেন দোকানিরা।
ভয়াবহ আগুনে বঙ্গবাজারের বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা, বলছেন পুরো বাজারটিই এক রকম শেষ হয়ে গেছে। ঘটনাস্থলে ব্যবসায়ীদের ছোটাছুটি ও কান্নাকাটি করতে দেখা গেছে।
আরও পড়ুন: আগুন নেভাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন ফায়ার ফাইটাররা
এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- মো. আতিকুর রহমান রাজন (৩৫), মো. রবিউল ইসলাম অন্তর (৩৮) ও মো. মেহেদী হাসান (৩৫)।
আইএইচআর/এমআরএম/জিকেএস