ঘরে বসেই বাংলাদেশ-ভারত ম্যাচটি দেখবেন খালেদা


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৫ মার্চ ২০১৬

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে বসেই উপভোগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই বিএনপি প্রধানের। তবে শারীরিক অবস্থা ভাল থাকলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়েও খেলা দেখতে পারেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ না করলেও বাংলাদেশের খেলা খালেদা জিয়া নিয়মিত দেখেন বলেও জানিয়েছে সূত্রটি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জাগো নিউজকে বলেন, বাংলাদেশ-ভারতের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ম্যাডাম ( খালেদা জিয়া) খুব উজ্জীবিত। টেলিভিশনে ম্যাচটিটি তিনি (খালেদা) উপভোগ করবেন বলেও জানান তারা। 

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার খেলাটি নিজ বাসভবনে বসে উপভোগ করেন তিনি।

এমএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।