যবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৩২তম সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৫ মার্চ ২০১৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৩২ তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে১১টায় উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, শিক্ষা মন্ত্রাণায়লেয় অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, বিসিএসআইআর’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নজরুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আজিজুল ইসলাম ও ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের অধ্যাপক ড. রুস্তম আলী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড.জিয়াউল আমীন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা,  জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইকবাল কবীর জাহিদ, আদ্-দীন গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, সরকারি এম. এম কলেজ, যশোর’র অধ্যক্ষ প্রফেসর  মিজানুর রহমান, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আহসান হাবীব।

মিলন রহমান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।