ফ্লাইওভারে টোল না দেয়ায় চারজনের দণ্ড


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৫ মার্চ ২০১৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদক বিক্রি এবং ফ্লাইওভার ব্যবহার করেও টোল না দেয়ার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ৩নং টোল প্লাজা এবং ঢাকা-চট্টগ্রাম রোডের সানারপাড়া ফুট ওভারব্রিজের নিচে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে দুইটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, অভিযানে দেখা যায়, মাদক নিজ হিফাজতে রেখে ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে। এ সময় হাতেনাতে বিল্লাল হোসেন নামে এক জনকে আটক করা হয়। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অন্যদিকে মো. কামাল হোসেন (৩০), আকিল (২৮) ও মো. ফায়েজ ইসলাম (২৫) নামে তিন ব্যক্তি মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ৩নং টোল প্লাজায় মোটরসাইকেলের টোল না দিয়ে টোল প্লাজায় ডিউটিরত সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি এবং ক্ষতি করার হুমকি দেন।

এ ঘটনায় তাদের মধ্যে কামাল হোসেনকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাদণ্ড, আকিলকে ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ফায়েজ ইসলামকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জেইউ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।