বাংলাদেশের গ্রামের উন্নয়নে ভূমিকা রাখতে চায় দ. কোরিয়া


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৫ মার্চ ২০১৬

বাংলাদেশের গ্রামগুলোর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চায় দক্ষিণ কোরিয়া। এ উদ্দেশ্য সামনে রেখে শনিবার দুপুরে সাভারে একটি আলোচনা সভায় যোগ দেন বাংলাদেশ ও সাভারের পল্লী উন্নয়ন বিশেষজ্ঞরা।

পল্লীবীর উন্নয়ন সংস্থার আয়োজনে ও কোরিয়া রুরাল কমিউনিটি কর্পোরেশনের (কেআরসি) সহযোগিতায় সাভারের বিরুলিয়ার ব্র্যাক সিডিএমএর বিনকিউ হলে এ সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ কোরিয়ার পল্লী উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখা স্যামুয়েল ডং আলোচনা অনুষ্ঠানে মডেল ফর রুরাল ডেভলপমেন্টের আদলে বাংলাদেশের পল্লী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

পল্লী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কেআরসির প্রতিনিধিরা।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য শামসুল আলম।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশন, কৃষিবিভাগ, কেআরসি, কোরিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল-মামুন/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।