চেয়ারম্যানদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দুর্বলতা রয়েছে


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৫ মার্চ ২০১৬

বিভাগীয় চেয়ারম্যানদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনাল ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ও ব্যবস্পনা বিভাগের উদ্যোগে শহীদ ডা. মিলন হলে বিভাগীয় চেয়ারম্যানগণের জন্য “প্রশাসন ও ব্যবস্পনার উন্নয়ন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসইচর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিক্ষক হিসেবে দক্ষ  হলেও প্রশাসনিক মনিটরিং ও সুপারভিশনে তাদের দুর্বলতার সুযোগে কেউ কেউ চেইন অব কমান্ড ভাঙার অপচেষ্টা চালাচ্ছে। নিজেদের বিভাগ নিজেদেরকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলকে দক্ষ প্রশাসকও হতে হবে।

উপাচার্য বলেন, যেকোনো সময়ে একজন রোগী হঠাৎ করে খুব বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কীভাবে যথাযথ চিকিৎসাসেবা দেয়া যায় সে বিষয়ে করণীয় ও ব্যবস্পানার বিষয়েও আগেভাগেই সুস্পষ্ট ধারণা থাকা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (মানব সম্পদ ও উন্নয়ন) ডা. মো. জামাল উদ্দিন খলিফা।
 
প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাবেক সচিব ও পিএসসি-এর সদস্য ড. মোহাম্মদ সাদেক। প্রশিক্ষণ কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলালসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এমইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।