বৃষ্টির জোয়ারে উচ্ছ্বাসে ভাটা


প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৬ মার্চ ২০১৬

ঝড় আর বৃষ্টিতে পণ্ড হতে বসেছে ক্রিকেটপ্রমীদের আবেগ-উচ্ছ্বাস। টাইগারদের অনুপ্রেরণা দিতে যাওয়া দর্শকরা সন্ধ্যার হঠাৎ বৃষ্টির কবল থেকে বাঁচতে রীতিমতো ছোটাছুটি শুরু করেন স্টেডিয়ামের ভেতরে।    

সরেজমিনে দেখা গেছে ঝড়-বৃষ্টি শুরুর পর লাল সবুজের জার্সি আর পতাকা নিয়ে হাসিমুখে অবস্থান নেয়া ক্রিকেটপ্রেমীরা বৃষ্টি থেকে বাঁচার আশায় অস্থির হয়ে ওঠেন। খেলার কারণে স্টেডিয়ামের আশপাশের সব দোকান বন্ধ করে দেয়ায় সমস্যা আরো প্রকট হয়ে ওঠে।  

দেখা গেছে, আবহাওয়ার এমন আক্রমনাত্মক অবস্থানের কারণে স্টেডিয়াম থেকে বহু ক্রিকেটপ্রেমী বাইরে এসে একটু আশ্রয়ের জন্য দিগ্বিদিক ছোটাছুটি করছেন। অন্যদিকে আগে থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেয়া হাজারো ক্রিকেটভক্তের আহাজারি যেন মিরপুরের আকাশ-বাতাসকে ভারী করে তুলেছে।

সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখার সময় যে যেখানে পারছেন অবস্থান নিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিলেন। বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনেকে আবার চলে যাচ্ছিলেন স্টেডিয়াম থেকে।

এমএম/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।