রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৬ মার্চ ২০১৬

মিরপুরে চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা। বৃষ্টি একবার কমে আসে তো আরেকবার বাড়ে। বৃষ্টি না হলে এতক্ষণে টস হয়ে খেলাও শুরু হয়ে যেতো। কিন্তু আগাম কালবৈশাখি ঝড়ের কারণে খেলা শুরু করা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। প্রায় ঘণ্টা খানেক আগে শুরু হওয়া এই ঝড়ে এশিয়া কাপের ফাইনাল শুরু হবে কি না তা নিয়ে শঙ্কা তৈরী হয়েছে।

বৃষ্টির এমন লুকোচুরি খেলার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। এরই মাঝে একবার বৃষ্টি কমে আসায় আম্পায়াররা চেয়েছিলেন মাঠে নামতে। কিন্তু বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে, শেষ পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারেননি।

মাঠের উইকেট কোনমতে ঢেকে রাখা হলেও, আউটফিল্ড পুরোপুরি পানিতে ডুবে গেছে। সুতরাং, পরবর্তী আপডেট নেয়ার জন্য রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এরপরই জানা যাবে, খেলা কখন শুরু করা যাবে এবং কত ওভারের খেলা হবে।



আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।