পাকিস্তানে আদালত প্রাঙ্গনে হামলায় নিহত ৮
পাকিস্তানে একটি আত্মঘাতী হামলার ঘটনায় ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৪ জন। সোমবার ছারসাদ্দা এলাকার স্থানীয় একটি আদালত প্রাঙ্গনে ওই হামলা চালানো হয়েছে। ওই হামলায় দুই পুলিশ নিহত হয়েছে।
সোহাইল নামে জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এক আত্মঘাতী আদালত প্রাঙ্গনে ওই হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলেই ওই হামলাকারীকে গুলি করে।
ওই হামলায় আহতদের স্থানীয় শাবকাদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় আদালতের কাছে থাকা বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছেন নিরাপত্তা এবং জরুরি বিভাগের কর্মকর্তারা।
টিটিএন/এমএস