নাটোরে সিরিজ বোমা হামলার রায় ২৩ মার্চ


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৭ মার্চ ২০১৬

প্রায় ১১ বছর পরে নাটোরে সিরিজ বোমা হামলা মামলার রায় ২৩ মার্চ ধার্য করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শুনে এই দিন ধার্য করেন।

এ সময় গাজীপুরের কাশিমপুর ও রাজশাহী কারাগার থেকে একজন করে এবং নাটোর কারাগার থেকে ৫ জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

এরা হলেন-শফিউর ওরফে তারেক, আব্দুর রশিদ, সিহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, শহিদুল ও আব্দুল মতিন।

আসামিদের উপস্থিতিতে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালতের বিচারক প্রদীপ কুমার রায় আগামী ২৩ মার্চ মামলার চূড়ান্ত রায় ঘোষনার দিন ধার্য করেন। এর আগে এই মামলায় মোট ৬৫ জন সাক্ষীর মধ্যে ৪২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। পরে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুনরায় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ৮টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়।

রেজাউল করিম রেজা/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।