ছুটির দিনে আহসান মঞ্জিলে ঈদের আমেজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে সোমবার (২৪ এপ্রিল)। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরে অফিস শুরু করেছেন এসব প্রতিষ্ঠানে কর্মরতরা। তবে, ঈদের ছুটির রেশ যেন এখনো কাটেনি। কাটেনি ঈদের আমেজও।

রাজধীনসহ দেশের বিভিন্ন জায়গায় এখনো রয়েছে ঈদের আমেজ। ঈদের আমেজ কাটেনি রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলে। ঈদের পর আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ আমেজে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। দর্শনার্থীদের ভিড়ে মুখর আহসান মঞ্জিল। সব বয়সী মানুষই ঘুরতে এসেছেন এখানে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে সদরঘাট এলাকায় অবস্থিত আহসান মঞ্জিলে এমন চিত্রই দেখা গেছে। ঈদের সপ্তম দিনেও আহসান মঞ্জিলে ছিল দর্শনার্থীর উপচেপড়া ভিড়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন এ নান্দনিক স্থাপনা দেখতে।

Monzil

আজিমপুর থেকে আসা রহমত উল্লাহ রাহাত জাগো নিউজকে বলেন, ঈদের ঘোরাঘুরি এখনো শেষ হয়নি। আজ ছুটির দিন তাই পুরান ঢাকায় ঘুরতে এসেছি। আহসান মঞ্জিলের ভেতরে আগেকার আমলের রাজাদের অনেক কিছু দেখলাম।

পল্টন থেকে আসা মো. মারুফ হোসেন বলেন, পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছি। ঈদের পরদিন চিড়িয়াখানায় গিয়েছিলাম। আজ যেহেতু ছুটির দিন তাই এখানে এসেছি। নবাবী আমলের অনেক কিছু দেখলাম।

যাত্রাবাড়ী থেকে আসা জামিলুর রহমান বলেন, প্রথমবার এখানে ঘুরতে এসেছি। অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগছে।

Monzil

অন্যদিকে, কর্মব্যস্ত নগরীতে একটু শান্তির সুবাতাস পেতে অনেকেই বসেছেন মঞ্জিলের সামনে। মাঠে শীতলপাটির মতো বিছানো সবুজ ঘাস যেন অনেকের কাছে হয়ে উঠেছে গ্রামের মাঠ।

আহসান মঞ্জিল জাদুঘরের নিরাপত্তা পরিদর্শক মো. হাসিবুল হোসেন বলেন, ঈদের পর আজ সাপ্তাহিক ছুটি। তাই দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে।

আরএসএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।