২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৮ মার্চ ২০১৬

২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন নৌপরিহনমন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আয়োজিত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান।

শাজাহান খান বলেন, ‘১৯৭১ সালে পাকহানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের উপর যে বর্বর হামলা চালিয়েছে তা
কখনও বাঙ্গালি জাতি ভুলতে পারবে না। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের দাবি আমাদের।

দাবি আদায়ের লক্ষে ২৫ মার্চ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংগঠনটি আয়োজনে সমাবেশ করা হবে বলেও জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী।

আদালত কর্তৃক জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসির রায় বহাল থাকায় আদালতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সব প্রতিকূলতা দূর করে আদালত এদেশের গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করেছে।

যুদ্ধপরাধীদের ‘ভি’ চিহ্ন দেখানোর কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এর দুটি অংশ থাকে একটি হল বিজয় আর অন্যটি হল ধ্বংস। ‘হাওয়া’ হয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র। এভাবেই ধ্বংস হয়ে যাবে তারা।

গণঅবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ- সম্পাদক রাশেদ রহমান প্রমুখ।

এএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।