জমে উঠেছে টিআইবির সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৮ মার্চ ২০১৬

জমে উঠেছে আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিকেল ৫টায় ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর মঞ্চে অনুষ্ঠানটি শুরু হওয়ার পর থেকে শতশত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হওয়ার পর থেকে অপরাজেয় বাংলার পরিবেশিত কাজল কালো মেয়ে নাটকটি উপস্থিত জনতাকে মুগ্ধ করে।

নাটকটিতে দরিদ্র মাঝির পরিবারে কালো রংয়ের মেয়ের জন্মের পর বাবা মার উদ্বেগ উৎকণ্ঠা, এক পর্যায়ে নদীতে ভাসিয়ে হত্যার ব্যর্থ চেষ্টা, পরবর্তীতে বড় হওয়ার পর পঙ্গু মাদকসেবীর কাছে বিয়ে দেয়া হয়।

এরপর কাজলকে তার মাদকাসক্ত স্বামী পতিতালয়ে বিক্রি করে দেয়। এভাবেই চলতে থাকে নানা ঘটনা আর অঘটনায় কাজল কালো মেয়ে নাটকটির নানা দৃশ্য।

নাটক পরিবেশন শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সন্মাননা স্মারক তুলে দেন অপরাজেয় বাংলার নাট্যকর্মীদের।

এমএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।