বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৬ মে ২০২৩
ফাইল ছবি

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে ২৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) সন্ধ্যার দিকে চেয়ারম্যানবাড়ি রেলগেট এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। চেয়ারম্যানবাড়িতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ঘটে এই ঘটনা।

আরও পড়ুন: মোবাইল ফোনে মনোযোগী তিন বন্ধু পড়লেন ট্রেনে কাটা, একজনের মৃত্যু

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএসআই বলেন, নিহতর নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করা যাবে তার পরিচয়।

কাজী আল আমিন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।