সৌদির পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৮ মার্চ ২০১৬

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এক সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকায় এসেছেন। একটি বিশেষ ফ্লাইটে সৌদি মন্ত্রী মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন।

এই সংক্ষিপ্ত সফরের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সৌদি মন্ত্রী দ্বিপক্ষীয় সকল বিষয় এবং পারস্পরিক স্বার্থে বৈশ্বিক ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরকালে এই সিদ্ধান্ত হয় যে, চলতি বছরের মার্চ এবং মে মাসের মধ্যে পরস্পরের সুবিধাজনক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করতে পারেন।

বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের শাসনকালে এই প্রথম সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।
সংক্ষিপ্ত সফর শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী রাত ৯টায় ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাবেন।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।