পর্যটন খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার : মেনন


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৮ মার্চ ২০১৬

পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) নতুন কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়  এ কথা জানান তিনি।

মেনন বলেন, কক্সবাজার মেরিন ড্রাইভ স্থাপনের কাজ শুরু হচ্ছে। এছাড়া লেবুখালী ব্রিজ নির্মিত হওয়ায় পটুয়াখালী থেকে কুয়াকাটা পর্যন্ত কোনো ফেরি থাকবে না। ফলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দোহাজারী থেকে কক্সবাজার হয়ে গুনধুম পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী,বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বিটিবির সিইও আখতারুজ্জামান খান কবির,  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুজ্জামান প্রমূখ।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।