প্রেমে স্বীকৃতি পাবে বৃষ, সঞ্চয়ে হাত মিথুনের
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সিজনাল রোগব্যাধির সঙ্গে নিত্যনতুন ব্যাধিপীড়ার প্রকোপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিয়েও ক্ষান্ত হবে না। সংকটালে সহযোগীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরায় হাফ ছেড়ে বাঁচবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে তথা দীর্ঘদিনের দাম্পত্য অসন্তোষ দূর হয়ে পড়বে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য ও সহযোগিতা প্রাপ্ত হবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে। টাকা-পয়সা যেমন আয় তার অধিক ব্যয় হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ভ্রমণকালীন বিশেষ সতর্ক থাকুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়তে পারে। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। নতুন যানবাহন, গৃহবাড়ি, ভূমি-সম্পত্তি ও আসবাবপত্র লাভের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা হারানো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভফল প্রদান করবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ায় মনে আনন্দের পসরা সাজবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন, নচেৎ বাসাবাড়ি পাল্টানোর ঝামেলা পোহাতে হবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিবাহযোগ্যদের বিবাহের বাধা কেটে গিয়ে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়িক মন্দাভাব দূর শুধু নয় সেই সঙ্গে নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
চতুর্দিক থেকে ঘোর অন্ধকার পরিবেশ বিরাজ করবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দেওয়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হয়ে পড়বে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার সামগ্রীও প্রাপ্ত হবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শিক্ষার্থীদের মন ফেসবুক ইন্টারনেট প্রেম প্রসঙ্গসহ অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চশিক্ষা তথা বিদেশ গমনের পথ স্তব্ধ হয়ে পড়বে। কর্মের সুনাম যশ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে বন্ধু-বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরায় হারানো মনোবল জনবল চাঙ্গা।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
যে কাজে হাত দেবেন তাতেই কম-বেশি সফলতা প্রাপ্ত হবেন। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে অর্থনৈতিক দুর্ভাবনায় পড়তে হবে। সময় অনুযায়ী সঠিক পদক্ষেপ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
আরএস/পিআর