গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
গাজীপুরের কাশিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন তাদের প্রতিবেশী তৌহিদুল ইসলাম। তিনি জানান, কাশিমপুর সরাবো এলাকায় ভাড়া বাসায় থাকেন সজল (২৮) ও হাবিল (৪৫)। সকালে চিৎকার শুনে বাসার ভেতরে গিয়ে দেখা যায় যে দগ্ধ অবস্থায় দুজনই পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিক নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে বলেও জানান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, সজলের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। হাবিলের শরীরের সামান্য অংশ দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনাটি ঘটে।
কাজী আল আমিন/এসএনআর/জেআইএম