সদরঘাট গ্রেটওয়াল মার্কেটে আগুন


প্রকাশিত: ০৯:০৪ এএম, ১০ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

রাজধানীর সদরঘাট প্রেটওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার আতিকুর রহমান।
 
তিনি জানান, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সদরঘাট গ্রেটওয়াল মার্কেটের সেন্ট্রাল বৈদ্যুাতিক ইউনিটে গোলোযোগের কারণে আগুন লাগে। খবর পেয়ে ২টি ইউনিট পাঠানো হয়। তবে তার আগে আগুন নিয়ন্ত্রণে আনে মার্কেটের লোকজন। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

জেইউ/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।