ভারত যাওয়ার অনুমতি পেল আফ্রিদিরা


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১০ মার্চ ২০১৬

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সরকার আফ্রিদিদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার ছাড়পত্র দিল। পাকিস্তান সরকারের দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার ফলে ভারত বিশ্বকাপ খেলতে আর বাঁধা রইলো না পাকিস্তানের।

এর আগে নিরাপত্তা জনিত কারণে ভারত-পাকিস্তান ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে নিয়ে আসা হয়। আগামীকাল শুক্রবার ভারতের উদ্দেশ্যে রওনা হবে পাকিস্তান দল।

এর আগে দুপুরে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান পাকিস্তান টি-টোয়েন্টি দলের সকল সদস্যদের সাথে বৈঠক করেন। বৈঠকে ভারতের বর্তমান নিরাপত্তা এবং বিশ্বকাপে ভালো করার উপর পরামর্শ দেন।

এসপি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।