ডেঙ্গু প্রতিরোধে গণ-লিফলেট বিতরণ করবে দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ৩০ মে ২০২৩

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে ৭৫ ওয়ার্ডে গণ-লিফলেট বিতরণ কর্মসূচি করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে একযোগে করপোরেশনের সব ওয়ার্ডে এ কর্মসূচি করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস বুধবার সকালে সবুজবাগ এলাকার ৫নং ওয়ার্ডে গণ-লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। দক্ষিণ সিটির কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে এ গণ-লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।

এ কর্মসূচি সফল করার লক্ষ্যে এরইমধ্যে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রত্যেকের কাছে এক হাজার করে লিফলেট সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের অনুকূলেও আরও এক হাজার করে লিফলেট বিতরণের জন্য সরবরাহ করা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছেরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এমএমএ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।