রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম জনি (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অচেতন অবস্থায় জনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জনির বাবা জানান, নিজের রুমে রাতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে ছিলেন শফিকুল। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বিক্রমপুর জেলার লৌহজং থানায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন। শফিকুল চার ভাইবোনের মধ্যে সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/ এসএনআর/এমএস