মানবপাচার মামলায় জমির-তাসলিমা দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ জুন ২০২৩

মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জমির মোল্যা (৪০) ও তাসলিমা বেগম (৩৮) দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গতকাল ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে ২০১৭ সালে একটি মানবপাচার মামলা রয়েছে। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, গ্রেফতার জমির মোল্যা ও তাসলিমা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

টিটি/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।