যাত্রী নিয়ে ঢাকার পথে চিলাহাটি এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৭ জুন ২০২৩

রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ের নতুন যাত্রীবাহী ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ চালু হয়েছে।

বুধবার (৭ জুন) সকাল ৬টায় নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে ট্রেনটি। বিকেল ৩টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে নতুন এ ট্রেনের।

বাংলাদেশ রেলওয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান সকালে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: যাত্রা শুরু করলো চিলাহাটি এক্সপ্রেস

গত ৪ জুন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দুদিন পরই যাত্রী নিয়ে চলাচল শুরু করলো আন্তঃনগর ট্রেনটি। এর আগে আন্তঃনগর এ ট্রেনের প্রথম দিনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার জানান, রেলে নতুন সংযোজন হওয়া আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি খুবই আরামদায়ক। নতুন কোচ ও ইঞ্জিন দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে।

আরও পড়ুন: রেলওয়ের নতুন ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার দাবি

জানা গেছে, ট্রেনটি বিকেল ৩টায় কমলাপুর স্টেশনে পৌঁছাবে। বিকেল ৫টায় কমলাপুর থেকে ছেড়ে গিয়ে রাত ৩টায় চিলাহাটি পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার।

আরএসএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।