চিকিৎসা নিতে এসে চমেক হাসপাতালে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১০ জুন ২০২৩
ফাইল ছবি

কক্সবাজার জেলা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতব্যক্তির নাম মোহাম্মদ মঞ্জুর আলম (৬১)।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মঞ্জুর আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালীর মকবুল আহমেদের ছেলে। তিনি টেকনাফ থানার একটি হত্যা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন জাগো নিউজকে বলেন, মঞ্জুর আলম নামের ওই আসামি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার ইনফেকশন ছিল। তিনি মূলত কক্সবাজার জেলা কারাগারের কয়েদি। তাকে উন্নত চিকিৎসার জন্য গত ১৯ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছিল। চট্টগ্রামে আসার পর থেকে তার চিকিৎসা চলছিল।

তিনি জানান, শুক্রবার রাতে মঞ্জুর আলম হঠাৎ অসুস্থবোধ করলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।