আজকের ধাঁধা : ১৩ মার্চ ২০১৬


প্রকাশিত: ০২:২২ এএম, ১৩ মার্চ ২০১৬

ধাঁধা :
১. ‘না মিললে হবে না,
     ভেবে-চিন্তে বলো না।’

২. ‘নড়ে চড়ে পড়ে না,
     সরে সরে সরে না।’

৩. ‘নয়নে নয়নে থাকে,
     নয়নের কেউ নয়।’

৪. ‘নিত্য নতুন নিত্য হাসি,
     নিত্য তারে ভালোবাসি।’

উত্তর :
১. হিসাব
২. চোখ
৩. কাজল
৪. বউ

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।