মেষে অর্থ, বৃষে ব্যয় বাড়বে
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): যৌথ অংশগ্রহণে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। বিয়ে কিংবা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। পাওনা অর্থ আংশিক আদায় হতে পারে। ছোট ভাই বোনের সাফল্যে আনন্দিত হবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): শরীর ও মন খুব একটা ভালো যাবে না। কোথাও বেড়াতে যেতে পারেন। পাওনা অর্থ হাতে পাবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। যোগাযোগমূলক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। ব্যয় বাড়বে। প্রবাসী স্বজনের সঙ্গে দেখা হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন): কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীদের অনেকেই সফল হতে পারেন। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হবেন। পাওনা অর্থ হাতে পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): শরীর ও মন ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালোমন্দ মিলিয়ে যাবে। সন্দেহপ্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। বন্ধুদের কেউ আপনার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে। বাস্তবতার নিরিখে আপনার মন্তব্য প্রকাশ করুন। আবেগ দিয়ে নয়।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। কর্মসূত্রে কেউবা বিদেশ যেতে পারেন। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। নেতিবাচক কিছু আচরণের জন্য সামাজিক গ্রহণযোগ্যতা কমবে। নিজেকে নিজে পর্যবেক্ষণ করুন। সাফল্য ও সুখ দুটোই পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): বিদেশ যাওয়ার চেষ্টা সাময়িক বাধাগ্রস্ত হতে পারে। এ বিষয়ে প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। উত্তরাধিকারসূত্রে কোনো সম্পত্তির মালিকানা পেতে পারেন। সামরিক পেশায় চাকরি লাভের সুযোগ পেতে পারেন। আপনার কোনো মনোবাসনা পূরণ হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে হাত দেওয়া আপাতত ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু ভুল সিদ্ধান্তের জন্য বন্ধুদের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। কোনো কারণে আর্থিক সংকটে পড়তে পারেন। ভাগ্যোন্নয়নের চেষ্টায় আপনাকে আরো সক্রিয় হতে হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক উদ্যম ও সংশয় এ দুটো বিষয় একত্রে থাকলে সেখানে সাফল্য লাভ করা কঠিন হয়ে দাঁড়ায়। সাময়িক চাপ মেনে নিতে পারলে ভবিষ্যতে সুখ পেতে পারেন। ধৈর্য ধরে লেগে থাকুন। সাফল্য আপনাকে ঠিকই ধরা দেবে। বিয়ের আলোচনা আপাতত বিলম্বিত হতে পারে। প্রবাসী স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): সৃজনশীল কাজে সাফল্য পাবেন। লেখালেখি, গবেষণা, অভিনয় কিংবা কলার সঙ্গে সম্পৃক্তরা নিজের দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন। নব দম্পত্তির ক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক ভালো যাবে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): গৃহস্থালী কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। প্রেমের সম্পর্কে বৈরি হাওয়া লাগতে পারে। নবদম্পত্তির সন্তানলাভে অপারেশনের প্রয়োজন হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): দূরে কোথাও ভ্রমণ হতে পারে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সান্নিধ্য পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। পারিবারিক কাজকর্মে সময় দেওয়ার প্রয়োজন হবে। সন্তানের গতিবিধির দিকে লক্ষ্য রাখুন। ব্যস্ততার মাঝেও সন্তানের খোঁজ খবর নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পাওনা অর্থ হাতে পাবেন। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্তরা কোনো চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে বিরোধ দেখা যেতে পারে। স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
জেএইচ/এমএস