রূপগঞ্জে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৩ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ওই এলাকার জাহাঙ্গীর খন্দকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ আশ-পাশের এলাকায় দীর্ঘদিন ধরে মনির হোসেন, মাক্কি ও একই এলাকার আবু সাইদের ছেলে মিল্লাত হোসেন বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে মনির হোসেন ও তার বন্ধু মাক্কির সঙ্গে মিল্লাত হোসেনের বাকবিতণ্ডা ও মারপিটের ঘটনা ঘটে। রোববার ভোর ৩টার দিকে একদল দুর্বৃত্ত মনির হোসেনকে মোবাইলফোনে বাড়ি থেকে ডেকে আনে। এরপর ওই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে মনির হোসেনকে ধাওয়া করে। পরে খেলার মাঠ এলাকায় মনির হোসেনকে ছুড়িকাঘাত করে ও কুপিয়ে হত্যা করে।

এদিকে নিহত মনির হোসেনের পরিবার জানান,  মিল্লাতসহ তার লোকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত মনির হোসেনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মীর আব্দুল আলীম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।