বাংলালিংক গ্রাহকরা সিএনজি কনভার্সনে ছাড় পাবেন


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ১৩ মার্চ ২০১৬

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, ইন্ট্রাকো সিএনজির লিমিটেডের সঙ্গে পার্টনারশিপ ক্যাম্পেইন শুরু করেছে।

এই পার্টনারশিপের ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ৮ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সিএনজি কনভার্সনে ২০% ছাড় উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন শেষে প্রিয়জন গ্রাহকরা ১ মে থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত ১৭% ছাড় উপভোগ করার সুযোগ পাবেন। বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারর্স ডেনে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বাংলালিংকের হেড অব সিবিএম-বি২সি মার্কেটিং মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং ইন্ট্রাকো সিএনজি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইরাদ আলী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

আরএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।