চাঁদনী হত্যার শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ
শরীয়তপুরের জাজিরা গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে জাজিরাবাসী।
রোববার সকাল ১২টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে ২ ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও জাজিরাবাসী। এসময় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম দ্রুত খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক আবোরধ উঠিয়ে নেয় বিক্ষুদ্ধ জনতা।
এসময় বক্তরা বলেন, প্রশাসনকে আমারা ১সপ্তাহ সময় বেঁধে দিলাম এর মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে। চাঁদনী হত্যার ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহে রয়েছি আমরা। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সবাইকে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসময় জাজিরা গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে অংশগ্রহণ করে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ, জাজিরা মোহরআলী মডেল উচ্চ বিদ্যালয়, জাজিরা শামসুল উলুম ফাজিল মাদ্রাসা, ব্রাইট স্টার কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল, জাজিরা উপজেলা ছাত্রলীগ, শরীয়তপুর উত্তোরণ ক্লাব, জাজিরা ছাত্রকল্যাণ ফাউন্ডেশন, রাইজিং স্টার ফ্রেন্ড অ্যান্ড ফিফটিন, এসডিও, হিমু পরিবহন, আইডিয়াল ভিশন আর্গানাইজেশন, জাজিরা ডেভলপমেন্ট ফাউন্ডেশন, উই কেয়ার অর্গানাইজেশন নামক বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, ছোট মুলনা গ্রামের আজগর খানের মেয়ে "চাঁদনী আক্তার" ১১ মার্চ প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর একই শ্রেণির ছাত্রী পাখি আক্তারের সাথে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর ১৩ মার্চ শুক্রবার দুপুরে একই এলাকার মফিজুল সিকদার নামে এক ব্যক্তি বড় মূলনা খাল পাড়ে স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখেন। তারপর তিনি চাঁদনীর পরিবার ও স্থানীয়দের খবর দেন।
পরে পুলিশ পরিবারের সদস্য স্থানীয় লোকজন মিলে অনেক খোঁজাখুজি করে খালের পাড়ে চাঁদনীর ক্ষত-বিক্ষত মরদেহ পায়। ময়নাতদন্ত রিপোর্টে বের হয়ে আসে, দুষ্কৃতিকারীরা মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।
ছগির হোসেন/এফএ/আরআইপি