কোস্টগার্ডে যুক্ত হচ্ছে ৫ জাহাজ, সমুদ্র পাহারায় বাড়ছে সক্ষমতা

সালাহ উদ্দিন জসিম
সালাহ উদ্দিন জসিম সালাহ উদ্দিন জসিম , জ্যেষ্ঠ প্রতিবেদক পতেঙ্গ (চট্টগ্রাম) থেকে
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ জুন ২০২৩

নৌবাহিনীর কয়েকটি পুরোনো জাহাজ নিয়ে প্রায় তিন দশক আগে যাত্রা শুরু করা উপকূল রক্ষাকারী বাহিনী কোস্টগার্ডকে একটি আধুনিক বাহিনীতে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। সমুদ্রের জলরাশিতে বিপুল সম্ভাবনাময় মৎস্য ও খনিজ সম্পদ রক্ষা এবং সমুদ্রপথে মাদক ও মানবপাচার রোধে এ বাহিনীকে একটি আধুনিক বাহিনীতে পরিণত করার অংশ হিসেবে আরও পাঁচটি নতুন নৌযান সংযোজিত হতে যাচ্ছে।

দেশীয় শিপইয়ার্ডে তৈরি সমুদ্রগামী দুটি আইপিভি, দুটি টাগ বোট এবং একটি ফ্লটিং ক্রেন আগামীকাল বুধবার কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি জোরদার হবে সমুদ্র পাহারা। দেশের সমুদ্র উপকূল ও বনাঞ্চল রক্ষায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী কোস্টগার্ডের সক্ষমতা আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।

মঙ্গলবার সরেজমিনে দক্ষিণ পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে দেখা যায়, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূলে সারিবদ্ধভাবে অপেক্ষমাণ সুসজ্জিত পাঁচটি নতুন নৌযান। বিসিজিএস ‘জয় বাংলা’ ও ‘অপূর্ব’ এবং বিসিজিটি ‘প্রত্যয়’ ও ‘প্রমত্ত’ এবং বিসিজিএফসি ‘শক্তি’। খুলনা এবং নারায়ণগঞ্জ শিপইয়ার্ডে তৈরি এ পাঁচটি আগামীকাল সকালে কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে পুরো এলাকায় সাজ সাজ রব। সড়ক থেকে নদীর জেটি পর্যন্ত সাজানো হয়েছে নানা সাজে। দেশের ও সংস্থার পতাকার পাশাপাশি নানা ব্যানার ও ফেস্টুন শোভা পেয়েছে সেখানে।

cosst

বিসিজি জাহাজ জয় বাংলার ক্যাপ্টেন লেফটেন্যান্ট কমান্ডার মো. জিয়া উদ্দিন জাগো নিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল ১০টায় ঢাকায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিজিএস ‘জয় বাংলা’ ও ‘অপূর্ব’ এবং বিসিজিটি ‘প্রত্যয়’ ও ‘প্রমত্ত’ এবং বিসিজিএফসি ‘শক্তসহ পাঁচটি জাহাজ কমিশন করবেন।

দুটি অভ্যন্তরীণ টহল জাহাজ ‘বিসিজিএস জয় বাংলা’ এবং ‘বিসিজিএস অপূর্ব বাংলা’ নারায়ণগঞ্জের রাষ্ট্রীয় মালিকানাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নির্মাণ করেছে এবং দুটি টাগবোট ‘বিসিজিটি প্রত্যয়’ এবং ‘বিসিজিটি প্রমত্ত’ এবং ভাসমান ক্রেন ‘বিসিজিএফসি শক্তি’ খুলনা শিপইয়ার্ড তৈরি করেছে।

তিনি বলেন, নতুন জাহাজগুলো আল্ট্রামডার্ন মেশিনারি, সেন্সর এবং নজরদারি রাডার দিয়ে সজ্জিত। অভ্যন্তরীণ টহল জাহাজে তিনটি স্বয়ংক্রিয় কামান রয়েছে, যা নিজেদের রক্ষা করতে এবং অপারেশনাল কার্যক্রম চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাহাজগুলোর নজরদারি ক্ষমতা ৯৬ নটিক্যাল মাইল এবং কামানের রেঞ্জ ৪ কিলোমিটার উল্লেখ করে জিয়া উদ্দিন বলেন, জাহাজগুলো এ রেঞ্জের মধ্যে অন্যান্য জাহাজ, অপরাধী বা শত্রুর মতো যেকোনো কিছু শনাক্ত করতে সক্ষম হবে। কামানগুলো বিসিজিকে অপারেশনাল কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

বিসিজি কর্মকর্তারা বলছেন, এ পাঁচটি জাহাজ চালু হওয়ার সাথে সাথে, বিসিজির অপারেশনাল কার্যক্রম ত্বরান্বিত হবে এবং বহির্নোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চোরাচালান রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, সীমান্তে টহল এবং প্রাকৃতিক দুর্যোগ এবং সামুদ্রিক দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার অভিযান পরিচালনায় সহজ করবে।

১৯৯৪ সালে জাতীয় সংসদের তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনার মাধ্যমে সমুদ্র উপকূল রক্ষায় যাত্রা শুরু করেছিল কোস্টগার্ড। সময়ের পরিক্রমায় বিশেষায়িত এ বাহিনীকে সমুদ্রের সম্পদ ও উপকূল রক্ষায় একটি আধুনিক বাহিনীতে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এসইউজে/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।