সীতাকুণ্ডের বড় দারোগাহাট

জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২১ জুন ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগাহাটে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ। বুধবার (২১ জুন) দুপুরে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অভিযোগ করা হয়, শত বছরের পুরোনো বাংলাদেশ সি রোড নামের রাস্তা বন্ধ করে দেওয়ায় বারৈয়াঢালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ১০ হাজারের বেশি বাসিন্দা বিপাকে পড়েছেন। এর ফলে ওই সড়কে বন্ধ হয়ে গেছে যানচলাচল। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীসহ এলাকার জনগণের দৈনন্দিন কার্যক্রম ও চলাফেরা বন্ধ হয়ে গেছে।

jagonews24

বক্তারা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক বড় দারোগাহাট এলকায় ওজন পরিমাপের জন্য স্থাপিত স্কেলের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। এক পর্যায়ে বড় দারোগাহাট বাজারের পূর্বপাশের চারটি গ্রামের ১০ হাজারের বেশি মানুষের চলাচলের জন্য শত বছরের পুরোনো বাংলাদেশ সি রোডটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প সড়ক তৈরি না করে জনগণের চলাচলের সড়কটি বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার মানুষ জিম্মি হয়ে পড়ে।

jagonews24

বিকল্প রাস্তা নির্মাণ না করা পর্যন্ত জনগণের চলাচলের রাস্তা খুলে দেওয়ারও দাবি জানানো হয় মানববন্ধন ও সমাবেশ থেকে। এ জন্য প্রধানমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করা হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মোমিন উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

jagonews24

বড় দারোগাহাট উত্তর চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারের প্রায় পুরো অংশটুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থিত। বাজারের পূর্বপাশে কয়েক হাজার মানুষের বসবাস এবং বাংলাদেশ সি রোডের অবস্থান। যার দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার। বাজারের পূর্বপাশে একটি হাইস্কুল, একটি প্রাইমারি স্কুল, একটি কিন্ডারগার্টেন, একটি নুরানি মাদরাসা, একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে। আর পশ্চিম পাশে দুটি মসজিদ, একটি দাখিল মাদরাসা, একটি প্রাইমারি স্কুল ও একটি হাইস্কুল রয়েছে।

ইকবাল হোসেন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।