অতিরিক্ত ভাড়া, চট্টগ্রামে চার বাসকে জরিমানা
ঈদুল আজহা সামনে রেখে যাত্রী হয়রানি বন্ধে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা, অলংকার মোড় এবং সিটি গেট বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত ভাড়া নেওয়া ও রুট পারমিট না থাকার অপরাধে চার বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ-১১ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী বলেন, কোরবানির ঈদ সামনে রেখে আন্তঃজেলার দূরপাল্লার বাসগুলোতে যাত্রী হয়রানি রোধে বিআরটিএর পক্ষ থেকে অভিযান শুরু করা হয়েছে।
অভিযানে দূরপাল্লার বাস কাউন্টারে বাস ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা, অতিরিক্ত যাত্রী না নেওয়া, ফিটনেসবিহীন ও ডেটফেল গাড়ি সড়কে না নামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাস কাউন্টার, বাসের চালক-হেলপারদের সতর্ক করা হয়। এছাড়াও এসময় অতিরিক্ত ভাড়া নেয়ায় ও রুট পারমিট না থাকায় চারটি গাড়িতে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস