কোরবানি দিতে গিয়ে হাত কেটে পা কেটে ঢাকা মেডিকেলে ৭০

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৯ জুন ২০২৩

রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭০ জন। ঈদে গরুর মাংস কাটতে গিয়ে ছুরিতে কেটে ও গরুর লাথির আঘাতে বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে ৭০ জন ঢামেকে চিকিৎসা নেন।

আহতরা হলেন, মো. জাহাঙ্গীর ( ৪০), মো. সোহাগ (৩৫ ), আব্দুস সালাম (২১), খালিদ হোসেন (২৫ ), জাহাঙ্গীর হোসেন (৩০), মো. জাহাঙ্গীর আলম (২৩), আব্দুর রহিম (২৪ ), মো. রিয়াদ (১৮) মো. জুম্মন (১৯), মো. মোস্তাফিজুর রহমান (৪১), মো. বাবু (১৮), মো. সোহেল রানা (৩০), মো. সুমনসহ (১৭) আরও অনেকে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে তারা চিকিৎসা নেয়। তারা বংশাল, শ্যামপুর, জুরাইন. গেন্ডারিয়া, সূত্রাপুর, নিমতলী, সবুজবাগ, রামপুরা, লালবাগ, হাজারীবাগ ও নবাবগঞ্জের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আলাউদ্দিন জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৭০ জন কোরবানির গরুর গোস্ত কাটতে গিয়ে চাপাতি ও ছুরির আঘাতে ও গরুর গুঁতায় ও লাথির আঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কেউ ভর্তি হয়নি সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।