মহিলা সমিতিতে মঞ্চস্থ হলো বদনাম


প্রকাশিত: ০৭:১২ এএম, ১৫ মার্চ ২০১৬

মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে নাটক ‘বদনাম’। সংলাপ গ্রুপ থিয়েটার গতকাল সোমবার, ১৪ মার্চ সন্ধ্যায় নাটকটি পরিবেশন করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে স্বদেশী আন্দোলনের উপখ্যানে নির্মিত হয়েছে নাটকটি। মোস্তফা হীরার নাট্যরূপ ও নির্দেশনায় নাটকের সেট ও লাইট ডিজাইন করেছেন জুনায়েদ ইউসুফ। চিঠি হাবীব ও সেলিনা আক্তার প্রিয়ার পোষাক পরিকল্পনায় ও রূপ সজ্জায় ছিলেন সুভাশীষ দত্ত তন্ময়।

নাটকটিতে অভিনয় করেছেন- মঈনুদ্দীন হাসান খোকন, জাকিয়া হক নীলা, মো: মাইনুল ইসলাম, মাসুদ আলম বাবু, শাকিল আহমেদ, রাজিব লোচন মন্ডল, শহীদুল ইসলাম খোকন, সেলিনা আক্তার প্রিয়া, কুদরত-ই-খোদা বুলেট, ডা. আক্তার হোসেন হীরা, মো: হাবিবুর রহমান, আবু তালেব মাসুম, ইরাতিক রিদরিতা ইতি প্রমুখ।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।