নতুন চলচ্চিত্রে তানিন সুবহা


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৫ মার্চ ২০১৬

ঢাকাই চলচ্চিত্রের নবাগতা চিত্রনায়িকা তানিন সুবহা সম্প্রতি চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন। তার ভিড়ে নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘দুই রাজকন্যা’। এটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ। ছবিতে তানিনের বিপরীতে নায়ক হিসেবে থাকবেন নবাগত  সুমন।

ছবিটি প্রসঙ্গে তানিন বলেন, ‘এটি একটি ত্রিভুজ প্রেমের ছবি। গল্পে মৌলিকত্ব আছে। আছে বেশ বৈচিত্রতাও। দর্শকরা ছবিটি মন ভরে উপভোগ করতে পারবেন এটাই বিশ্বাস।’

তানিন আরো বলেন, দুই রাজকন্যা ছবির শুটিং হবে আগামী ২৮ তারিখ থেকে। প্রথম লটের কাজ চলবে চলবে টানা ১২দিন। দৃশ্যধারণ করা হবে সোনারগাঁও এবং গাজীপুরে। ‘দুই রাজকন্যা’ ছবিতে আরো অভিনয় করবেন সাদিয়া আফরিন, মুনমুনসহ অনেকেই।

এদিকে তানিন সুবহা সম্প্রতি আরো কয়েকটি ছবিতে কাজ করছেন। একইসঙ্গে কাজ করছেন নাটকেও।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।